কুষ্টিয়ায় নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ভোরের পাখি”। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত শহীদ স্মৃতিস্তম্ভে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া পৌরসভার গোলঘর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। ভোরের পাখি সংগঠনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান নান্টুর নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের উপদেষ্টা অজয় সুরেকা, এসএম কাদেরী সবু প্রমুখ। এসময় ভোরের পাখি সংগঠনের ৩শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ২৬ মার্চ জাতীয় দিবস ছাড়াও সকল জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বত:স্ফুর্ত অংশগ্রহন করে “ভোরের পাখি” নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি নানা কর্মসূচী পালন করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি