- সালাউদ্দিন লালুঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ২৬ ও ২৭ মার্চ ২০২২ ইং তারিখ ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন আব্দুল আজিজ সড়ক এবং দোস্তপাড়া গ্রামে” পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক-১০,০০০/- (দশ হাজার) টাকা, চোলাই মদ ২০ লিটার, মূল্য আনুমানিক- ১০,০০০/-(দশ হাজার) টাকা, ০৩টি মোবাইল ফোন, ০৩টি সিম ও নগদ ১১,৪০০/- টাকাসহ ০৩ জন আসামী ১। মোঃ শাহ আলম (৩২), পিতা- মোঃ মানিক আবুল কালাম, সাং দোস্তপাড়া ২। মোঃ হাসান আলী (৩৭), পিতা- মৃত গহর আলী ৩।
মোঃ মাসুদ রানা (৪৭), পিতা-মোঃ মাহতাব উদ্দিন, উভয় সাং- জুগিয়া দরগাহপাড়া, সর্বথানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয় এবং অপর একজন আসামী সু-কৌশলে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদেরকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।