কুষ্টিয়া আমলাপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২৫ মার্চ ২০২২ শুক্রবার বিকাল ৪ টায় ক্লাব অভ্যন্তরে প্রয়াত চিত্রশিল্পী তমাল কৃষ্ণ নন্দীর স্মরণে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মোট ৪টি বিভাগে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং ব্যাপক সংখ্যক প্রতিযোগী উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যড. অনুপ কুমার নন্দী (পিপি), ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মুক্তার , খোকন, বাচ্চু রায় ক্রীড়া সম্পাদক তুষার পাল, প্রতাপ ঘোষ, জয় ঘোষ সহ আরও অনেকে।