রুমন ইসলামকুঃ ষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (২৫ মার্চ) বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুয়িয়া গ্রামে সোশ্যাল এসোসিয়েশন অব বড়ুরিয়া কুমারখালীর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যানসার বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মোফাজ্জল হোসেন।
কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি ও লেখক সোহেল আমিন বাবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন। আলোচনা অনুষ্ঠান শেষে ক্যানসার বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, শিশু, চক্ষু, গাইনি, প্যাথলজি বিশেষজ্ঞ চিকিৎসকগণ।