নয়ন আহমেদঃ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য দক্ষ জনগোষ্ঠি প্রয়োজন। আর এই দক্ষ জনগোষ্ঠি গড়ে তোলার জন্য কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককে আত্মনির্ভরশীল হতে হবে। এর জন্য কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় কুষ্টিয়া রেনউইক পার্কে বেসরকারি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট ও ভিশন ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি’র উদ্যোগে শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় ও ক্রেষ্ট প্রদান করা হয়। আসাদুর রহমান লোটনের সভাপতিত্বে অনিুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: রেজাউল হক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট ও ভিশন ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো: আব্দুল খালেক সাদী, প্রতিষ্ঠানটির পরিচালক মো: মহসিন আলী, বেঙ্গল টোব্যাকোর স্বত্বাধিকারী মো: আতিয়ার রহমান, জার্মান প্রবাসী ও পিএইচডি গবেষক মো: নুর আলম ও আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট ও ভিশন ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি’র বিভাগীয় প্রধান খোন্দকার আনোয়ারুল হক।