আমিন হাসানঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৩ মার্চ ২০২২ ইং তারিখ দুপুর ০১:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কুমারখালী পৌরসভাস্থ শেরকান্দি, ০৫ নং ওয়ার্ডে ’’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা, যাহার আনুমানিক মূল্য-৮০,০০০/- (আশি হাজার) টাকা, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম সহ ০২ জন আসামী ১। মোঃ রফিকুল (৫১), পিতা- রব্বানী মন্ডল ২। মোঃ আশরাফুল শেখ (৪৫), পিতা- মৃত নবীর শেখ, উভয় সাং- মহিষকুন্ডি (পাকুড়িয়া), উভয় থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।