রবিউল ইসলাম হৃদয়, ২৩ মার্চ ২০২২\ কুষ্টিয়ায় নানা আয়োজনে পালিত হলো ১৯৭১ সালের ২৩মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলনের ৫০বছর। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্তর থেকে একটি বর্ণাঢ্য পতাকা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের এনএসরোড প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে সেখানে স্বাধীনতার পতাকা উত্তোলনের ৫০ বছর পুর্তি উপলক্ষে আবারো পতাকা উত্তোলন করেন ১৯৭১ সালের ২৩মার্চ কুষ্টিয়ায় প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল জলিল। দীর্ঘ ৫০ বছর পর আবারো ¯স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে আবেগ আপলুত হয়ে পরেন তিনি। পরে রোটারী গ্যালারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরিয় পরিয়ে ও ফুল দিয়ে বরন করে নেয়া হয়। অরণী সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়ার আয়োজনে ও সংগঠনের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লেখক ও গবেষক এ্যাড. লালিম হক, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল জলিল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম, প্রফেসর ড. জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ কুষ্টিয়ার সভাপতি মোফাজ্জেল হোসেন, সংস্কৃতি ব্যাক্তিত্ব কারশেদ আলম, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুই প্রমূখ। আলোচনা সভাশেষে ১৯৭১ সালের ২৩ মার্চ কুষ্টিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলনে বীরত্বপূর্ণ ভুমিকা রাখায় ১০জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।