রুমন ইসলাম : কুষ্টিয়া দৌলতপুরে ধর্ষক লিংকনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২.০০ ঘটিকার সময় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হামিদুল হক, সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মান্নান, আড়িয়া মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এজাজুল হক সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান, অন্যান্য শিক্ষক সহ এলাকার সাধারণ জনগণ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখিত ঘটনা ১৭/০৩/২০২২ আসমানী ( ছদ্মনাম) বড়গাংদিয়া বাজার থেকে সদয় করার শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বড়গাংদিয়া গ্রামস্থ আবুল কাশেম মেমোরিয়াল পাকা রাস্তার উপর পৌঁছালে ধর্ষক লিংকন ও তার সহযোগীর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে আসমানী ( ছদ্মনাম) জোর করে তাকে অপহরণ করিয়া সিএনজিতে নিয়ে কুষ্টিয়ার অভিমুখে নিয়ে যায় তার আর্তচিৎকার করলে তার মুখে ওড়না পেঁচিয়ে এবং মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে জোর পূর্বক ধর্ষণ করে কুষ্টিয়া নিশান মোড় সংলগ্ন মজনু ময়লার ভাগাড়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করলে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ,এটা মামলা হয়েছে এবং আসামি কে ধরার জন্য সকল চেষ্টা অব্যাহত আছে।