বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২২ উপলক্ষে ২২ মার্চ ২০২২ তারিখ কুষ্টিয়া জেলার পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ০৭.৩০ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২২ এর তৃতীয় দিন অর্থাৎ ২২ মার্চ মঙ্গলবার Physical Endurance টেস্ট (PET) এর ৫ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়); ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে); ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট রোপ ক্লাইম্বিং করতে হবে)। তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে।
কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের Physical Endurance টেস্ট (PET) কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার কুষ্টিয়া ও নিয়োগ বোর্ডের চেয়াম্যান জনাব মোঃ খাইরুল আলম কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে ব্রিফিং করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া জনাব মোঃ খাইরুল আলম বলেন, এবাবের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে মনোনীত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং সহকারী পুলিশ সুপার(অডিট) জনাব সাইফুল ইসলাম খান। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা, জনাব মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মেহেরপুর, ডাঃ আব্দুল্লাহ আল রশিদ, মেডিকেল অফিসার, কুষ্টিয়া। নিয়োগ কার্যে্য সহায়তার লক্ষ্যে জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া, আরআই, কুষ্টিয়া, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স ।