র্যাব ১২, সিপিসি-১, একের পর এক মিরাক্কেল ঘটিয়ে চলছে তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ মার্চ ২০২২ ইং তারিখ দুপুর ০২:৫৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর আদর্শপাড়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য-৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, ০৩টি মোবাইল ফোন, ০৪টি সিম এবং ০১টি মোটরসাইকেল সহ ০২ জন আসামী ১। মোঃ রাজিব ইসলাম (২৫), পিতা-মোঃ ইসরাইল মন্ডল ২। পিন্টু মিয়া (৩৫), পিতা- টলা বক্স, উভয় সাং-সাদিপুর, উভয় থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।