র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ মার্চ ২০২২ ইং তারিখ দুপুর ০২:৩৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জয়রামপুর গ্রামস্থ মোঃ শামিরুল ইসলাম (৩৮), পিতা- মৃত আলতাফ এর বাড়ীর সামনে কুষ্টিয়া-দৌলতপুর গামী পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২১০ (দুইশত দশ) গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য-৪,২০০/- (চার হাজার দুইশত) টাকা, ০১টি মোবাইল ফোন, ০১টি সিম এবং নগদ ৫০০/- টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ হাসান (৩২), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-তারাগুনিয়া (উকনিপাড়া) এবং ২। মোঃ হেলাল (৩৫), পিতা-মোঃ মহির উদ্দিন, সাং- তারাগুনিয়া (কইপাল), উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।