“চাকরি নয়, সেবা” এই স্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২২ উপলক্ষে ২০ মার্চ ২০২২ তারিখ কুষ্টিয়া জেলার পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মো: খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। পুলিশ সুপার মহোদয় বলেন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে এবং “চাকরি নয়, সেবা” এই বিষয়টি সকলের মনে লালন করবে।
প্রধান অতিথি মহোদয় নিয়োগের বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ড সংশ্লিষ্ট সকলকে নিয়ে সরেজমিনে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিদর্শন করেন।
উক্ত ব্রিফিং প্যারেড এ উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে মনোনীত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং সহকারী পুলিশ সুপার(অডিট) জনাব সাইফুল ইসলাম খান। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা, জনাব মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মেহেরপুর, ডাঃ আব্দুল্লাহ আল রশিদ, মেডিকেল অফিসার, কুষ্টিয়া। এসময় জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া, আরআই, কুষ্টিয়া, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়াসহ উপস্থিত ছিলেন নিয়োগ কার্যক্রমের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স ।